Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:০৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:০৮

দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ।

ময়মনসিংহ: দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, শাহিদুল আলম খসরু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

প্রতিবাদ বিএনপি বিক্ষোভ ষড়যন্ত্র-প্রপাগান্ডা