Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:১২ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:১৫

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী জেলা জামায়াতের মানববন্ধন।

নোয়াখালী: নোয়াখালী জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও এখানে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক, অলিগলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। এতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা শহরের খাল, নালা-নর্দমা ও জলাধার দখলমুক্ত করা, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, নতুন ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, পুকুর-খাল ও জলাশয় সংরক্ষণ, শহরের পরিকল্পিত নকশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সারাবাংলা/এনজে

জলাবদ্ধতা নিরসন জামায়াতে ইসলামী মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর