যশোর: ভারতে পাচারকালে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি সোনার বারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ জুলাই) ভোরে জেলার বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজিবি’র ৪৯ যশোর ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার পূর্ব বাগবাড়ি গ্রামের আহম্মদ আলির ছেলে আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর সুচিত্র লাল মন্ডলের ছেলে রামপ্রসাদ মন্ডল।
৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।