Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ঘরে ঢুকে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:২৯

নিহত মাসুদ প্রামানিক।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে ঘরে ঢুকে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ছাত্রের চাচা।

নিহত মাসুদ প্রামানিক মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের সম্রাট প্রামানিকের ছেলে। তিনি তেঘরিয়া শাহেদ আলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত রুবেল প্রামানিক একই গ্রামের আলতাফুর প্রামানিকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার (১২ জুলাই) রাতে খাবার খেয়ে কোয়ালিকান্দি গ্রামের রুবেল প্রামানিক ও মাসুদ প্রামানিক একই ঘরে ঘুমায়। দুর্বৃত্তরা গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মাসুদ প্রামানিককে কুপিয়ে হত্যা করেছে। একই সময় রুবেল প্রামানিককেও ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ রোববার (১৩ জুলাই) দুপুরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত রুবেলকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনজে

কলেজ ছাত্র কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর