Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিনে গত ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে, যা একটি ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। তবে গত ৬ জুলাই ওই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

বিজ্ঞাপন

এতে দেখা যায়, গত ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সাতদিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক ১০টি জাহাজের কন্টেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এনসিটি’র চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে। আগের সাত দিনে (১ জুলাই থেকে ৬ জুলাই) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।

পরবর্তী ৭ দিনে (৭ জুলাই থেকে ১২ জুলাই) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

কন্টেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর