Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেস্তোরাঁয় খাচ্ছিলেন আ. লীগ নেতা, বৈষম্যবিরোধীরা ধরে দিলেন পুলিশে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৭:২৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:৩১

গ্রেফতার আওয়ামী লীগ নেতা ইনজামামুল হক জসিম।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি রেস্তোরাঁ থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ তাকে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত কারাগারে পাঠিয়ে দিয়েছেন।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট এলাকায় একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে পুলিশকে দেওয়া হয়।

গ্রেফতার ইনজামামুল হক জসিম চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, রাতে আরও কয়েকজনসহ জসিম এক রেস্তোরাঁয় খেতে বসেছিলেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতাকর্মী তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানা থেকে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

জানতে চাইলে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘আটক জসিমের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। কিন্তু গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগে পটিয়া থানায় তার বিরুদ্ধে মামলা আছে। তাকে আমরা আজ (রোববার) সকালে পটিয়া থানায় হস্তান্তর করি।’

রোববার দুপুরে জসিমকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

আওয়ামী লীগ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর