ঢাবি: জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘উইমেন্স-ডে’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ঘিরে সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহবাগ, পলাশী ও দোয়েল চত্বর প্রবেশপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে তবে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না বলে জানা গেছে।
রোববার(১৩ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখ ‘উইমেন্স-ডে’ উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে যোগদানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী ও দোয়েল চত্বর প্রবেশপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, তবে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৪ জুলাই বিকেল ৪টা থেকে পরবর্তী দিন ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত অন্যান্য প্রবেশপথগুলোতে (শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উক্ত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।