Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে জুলাইয়ের স্মরণে ৩ দিনব্যাপী কর্মসূচি

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:১৬

উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাবি: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে অন্তর্বর্তী সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষ্যে টিএসসিতে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

রোববার (১৩ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের ১ম বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ‘১৪ জুলাই টিএসসি চত্বরসহ সম্ভাব্য স্থানে ফায়ার সার্ভিস টিম অবস্থান করবে। টিএসসি ও এর আশেপাশে ১০টি স্থানে বিশুদ্ধ ও সুপেয় খাবার পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। পুরুষ ও মহিলা উভয়ের জন্য পর্যাপ্ত ভ্রাম্যমান টয়লেট স্থাপন করা হবে। জরুরি চিকিৎসার প্রয়োজনে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানস্থলে এম্বুলেন্সসহ চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।’

এছাড়াও আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল ইনস্টলেশন করা হবে। ভিডিওর মাধ্যমে ২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

পরবর্তীতে ১৭ জুলাই টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘Teachers in July’ এবং ‘Abrar Fahad’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

জাহাঙ্গীর আলম তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরন অনুষ্ঠানমালা-২০২৫ আগামীকাল সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। অনুষ্ঠান উপভোগের জন্য দর্শকরা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড প্রদর্শন করে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে পারবেন।’

তিনি আরও বলেন, অনুষ্ঠান স্থলের নিরাপত্তা ও আগত দর্শকদের সুবিধার্থে বিভিন্ন প্রবেশপথে যাতায়াতকারী যানবাহনসমূহ ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ী পার্কিংয়ের সুবিধা থাকবে। অনুষ্ঠানস্থলের ভিড় নিয়ন্ত্রণ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবকগণ সর্বোচ্চ সতর্ক থাকবেন। অনুষ্ঠান উপলক্ষ্যে ১৪ জুলাই বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

সারাবাংলা/কেকে/এনজে

কর্মসূচি জুলাই স্মরণ ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর