Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চাঁদা না দেওয়ায়’ প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৮:৫৪

প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ হামলা চালিয়েছে বলে ভুক্তভোগী নিজেই জানিয়েছেন।

রোববার (১৩ জুলাই) বেলা পৌনে ১১ টার দিকে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদে হামলার এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় চেয়ারম্যানকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। হাবিবুর রহমান শহীদওয়াবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাবু বলেন, ‘এক মাস ধরে আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ কয়েকজন। তারা মোটরসাইকেল কেনার জন্য আমার কাছে এ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আজ বেলা পৌনে ১১টার দিকে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে আল আমিন, আকিব ও শাহরিয়ারসহ পাঁচ/সাত জন চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা নিয়ে আমার ওপর হামলা করে।’

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছ থেকে চাঁদা দাবির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

কুপিয়ে জখম চাঁদা প্যানেল চেয়ারম্যান