Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের দায়ে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:৩৫

নদীর তীর কেটে বালু উত্তোলন করা হচ্ছে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বালুমহাল যাদুকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ ঘনফুট বালুভর্তি একটি স্টিলবডি নৌকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) ভোররাতে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে।

আটকরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদের এবং একই উপজেলার সোহালা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আলী হোসেন।

উল্লেখ্য, উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকায় চলতি বছর যাদুকাটা বালুমহালটি সরকার হতে ইজারা দেওয়া হয়নি।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আটক বালু উত্তোলন যাদুকাটা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর