Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রেজার বন্ধ থাকলেও তেলের কোটি টাকা আত্মসাৎ, অভিযানে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৮:৩০

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে।

রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় দুদকের পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল জানান, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা-নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজসে তারা তেলের টাকা আত্মসাৎ করেন।

নীল কমল পাল আরও জানান, সকল বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে নির্বাহী কর্মকর্তা সৈকত বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি দ্রুত গাড়িতে ওঠে চলে যান।

সারাবাংলা/এসডব্লিউ

টাকা আত্মসাৎ দুদক পানি উন্নয়ন বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর