Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৮:৪০ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:৪৪

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামী আন্দোলনের প্রধান কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর ঘোষিত সমাবেশটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই, সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার ও দলীয় অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এনজে

আমন্ত্রণ ইসলামী আন্দোলন জামায়াতের সমাবেশ