ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সহিংস ও অশালীন মন্তব্যের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই সবার অধিকার, তবে প্রতিবাদ হোক শালীন ভাষায়, যুক্তি ও তথ্যনির্ভর।’
রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দল, সরকার ও জনগণের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
তার ভাষায়, ‘সম্প্রতি আমাদের সমাজে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এসব সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটুকু থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘অশ্রাব্য ভাষা, চরিত্র হননের চেষ্টা এবং অপ্রমাণিত অভিযোগ সমাজে কেবল বিশৃঙ্খলা ও অনৈক্যের বিস্তার ঘটায়। এ সময় সবাইকে সংযত, সাবধানি ও দায়িত্বশীল আচরণ করতে হবে।’
এর আগে, শনিবার (১২ জুলাই) দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান জামায়াত আমির। ফেসবুক পোস্টে তিনি লেখেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এ হত্যাচেষ্টাকে কেন্দ্র করে চরমপন্থি মানসিকতা-সম্পন্ন লোকটি খতিবের ওপর হামলা করে যে জঘন্য অপরাধ করেছে, তার দৃষ্টান্তমূলক ও আশু শাস্তি হওয়া প্রয়োজন। তাহলে আর কোনো দুর্বৃত্ত ভবিষ্যতে অতীতের মতো এ ধরনের অপকর্ম করার সাহস পাবে না।
তিনি আরও লেখেন, খুলনায় যুবদলের বহিষ্কৃত যে নেতাকে হত্যা করা হয়েছে, তার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সামগ্রিক এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এর দায় এড়ানো যাবে না।