Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৯:১৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৯:২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে চলমান বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার (১৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৩ জুলাই) বিকেলে জেড খান মো. রিয়াজউদ্দিন নসুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় সংশ্লিষ্ট অঞ্চলের বন্যা পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং সম্ভাব্য সহায়তার বিষয়গুলো আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

গঠিত মনিটরিং সেলের সদস্যরা হলেন- আকরামুল হাসান মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি; সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল। ফজলুর রহমান খোকন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি; সাবেক সভাপতি, ছাত্রদল। ইকবাল হোসেন শ্যামল জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি; সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল। কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি; সাবেক সভাপতি, ছাত্রদল। সাইফ মাহমুদ জুয়েল সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল।

সারাবাংলা/এফএন/এনজে

বন্যা পরিস্থিতি বিএনপি মনিটরিং সেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর