খুলনা: খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান হত্যা মামলায় সজল শেখ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টায় সজল শেখকে আটক করা হয়। আটক সজল নগরীর মহশ্বেরপাশা পশ্চিমপাড়া এলাকার সাহেব আলী শেখের ছেলে।
গ্রেফতার সজল শেখ মাহবুবুর রহমান হত্যা সম্পর্কে গুরুত্বর্পূণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন শুক্রবার বেলা ১১টা থেকে ওই এলাকায় অবস্থান নিয়ে যুবদল নেতা মাহবুবের সব খবরাখবর কিলারদের দিতে থাকেন সজল। এছাড়া হত্যা মিশন সফল করার আগে কিলাররা মাহবুবের বাড়ির সামনে থাকা একটি চা স্টলে কিছু সময় বসে আড্ডাও দেন।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সজল স্বীকার করেছেন যে, তিনি চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য। এছাড়া তিনি চরমপন্থী দলের সোর্স হিসেবে কাজ করতেন। কিলিং মিশনে সজল সরাসরি অংশ না নিলেও মাহবুবের অবস্থান সর্ম্পকে খুনিদের সব তথ্য দেন সজল। তার তথ্যের ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। মাহবুব হত্যাকাণ্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বর্পূণ তথ্য দিয়েছেন। ঘটনার সময় সে আশপাশে থেকে নজরদারি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়াস্থ মাহবুবের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় তিন খুনি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলি করে হত্যা করা হলেও মৃত্যু নিশ্চিত করতে পরে তার দুই পায়ের রগ কাটা হয়।