Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরবাইক পেলেন স্যামসাং ক্যাম্পেইনের বিজয়ীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৯:৪১

ঢাকা: ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ঈদ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর স্যামসাং বাংলাদেশের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়।

রোববার (১৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন একেবারে নতুন সুজুকি মোটরসাইকেল ও স্কুটার – স্টাইলিশ সুজুকি জিক্সার এসএফ ও সুজুকি এক্সেস ১২৫। বিজয়ীরা হলেন যথাক্রমে, মাশরিফ বিন জুলফিকার এবং আবু সালেহ আল নোমান।
এছাড়াও, আরও দশজন বিজয়ী পেয়েছেন স্যামসাং টিভি, রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের মত প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স।
এতে আরও জানানো হয়, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে স্যামসাং বাংলাদেশ উৎসবমুখর এই ক্যাম্পেইন চালু করেছিল। গত ২০ মে থেকে ১৮ জুন পর্যন্ত চলা এ আয়োজনে ক্রেতাদের জন্য ছিলো আকর্ষণীয় সব পুরস্কার ও অফারের ছড়াছড়ি। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরাও পেয়েছেন দারুণ সব পুরস্কার; যার মধ্যে ছিল এক্সক্লুসিভ গিফট, নির্দিষ্ট স্যামসাং ডিভাইসে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এছাড়াও, বিজয়ীদের জন্য বাড়তি স্বাচ্ছন্দ্য ও স্বস্তি নিশ্চিতে ক্যাম্পেইনের অধীনে নির্দিষ্ট কিছু মডেল ক্রয়ের ওপর দ্বিতীয় বছরের জন্যও ফ্রি ওয়ারেন্টি ঘোষণা করেছিল স্যামসাং।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনের সফল সমাপ্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ঈদ আমাদের জন্য একটি আনন্দের সময়, আর তাই আমরা চেয়েছিলাম এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের জন্য ঈদের সময়টিকে আরও অর্থবহ করে তুলতে। ক্যাম্পেইনে ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত এবং সকল বিজয়ীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, ‘এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং ধারাবাহিকভাবে ক্রেতাদের সাথে আরও অর্থবহ সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে।’

সারাবাংলা/ইএইচটি/এসআর

ক্যাম্পেইন বিজয়ী মোটরবাইক স্যামসাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর