Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে চাঁদা দাবির অভিযোগে কনস্টেবলসহ ভুয়া পুলিশ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৯:৩৯

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে কিশোরদের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে এক কনস্টেবল ও এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি রোববার (১৩ জুলাই) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক হওয়া প্রকৃত পুলিশ সদস্য কনস্টেবল মিজানুর রহমানকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার সঙ্গে আটক শরিফুল ইসলামের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

জানা গেছে,আটক কনস্টেবল মিজানুর রহমান (২৬) দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। তার সঙ্গে থাকা শরিফুল ইসলাম (৩০) নিজেকে ডিবি পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেয়।

শরিফুল পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকার বাসিন্দা।

পঞ্চগড় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, শনিবার রাতে বলেয়াপাড়া গ্রামে তিনজন কিশোর রাস্তার পাশে বসে মোবাইল ব্যবহার করছিল। এ সময় মিজানুর ও শরিফুল সেখানে গিয়ে নিজেদের পুলিশ পরিচয়ে কিশোরদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তুলে ১ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে এক কিশোরকে হাতকড়া পরিয়ে নেয় তারা। কিশোরের চিৎকারে তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছুটে এসে তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

সারাবাংলা/এসএস

আটক কনস্টেবল চাঁদা পুলিশ সদস্য ভুয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর