Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুক্তিভিত্তিক বাণিজ্যে ইউআরসি ডকুমেন্ট বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৯:৪৬

ঢাকা: বিক্রয়-চুক্তির ভিত্তিতে আমদানি-রফতানি লেনদেনে আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলতে হবে। বিশেষত ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে লেনদেন হলে, ব্যাংকগুলোকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ইউনিফর্ম রুলস ফর কালেকশন (ইউআরসি)’ অনুসরণ করতে হবে।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, অগ্রিম পরিশোধ, ডকুমেন্টারি কালেকশন ও ওপেন অ্যাকাউন্ট- এ তিনটি অনুমোদিত পদ্ধতিতে বাণিজ্যিক লেনদেন করা যাবে। তবে সেক্ষেত্রে বিদ্যমান আমদানি ও রফতানি নীতিমালা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার নিয়ম অবশ্যই মানতে হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত ব্যাংকগুলো এতদিন আমদানি-রফতানির এলসিভিত্তিক লেনদেনে ইউসিপি অনুসরণ করে আসছিল।

কিন্তু বর্তমান সার্কুলার অনুযায়ী, বিকল্প পদ্ধতিতে বাণিজ্য করলেও আন্তর্জাতিক নীতিমালা মেনে চলতে হবে। বিশেষ করে বিক্রয় চুক্তিভিত্তিক ডকুমেন্টারি কালেকশনে ইউআরসি অনুসরণ করা বাধ্যতামূলক।

উল্লেখ্য, ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে রফতানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে কাগজপত্র পাঠায় এবং নির্ধারিত শর্তে অর্থ পরিশোধ বা প্রতিশ্রুতির বিনিময়ে সেই কাগজ হস্তান্তর করা হয়। এতে ব্যাংক কেবল কাগজপত্র আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে, কোনো আর্থিক নিশ্চয়তা দেয় না। এ নিয়মই হলো ইউআরসি।

সারাবাংলা/আরএস

বাংলাদেশ ব্যাংক সার্কুলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর