নোবিপ্রবি: পাবলিক বাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিনজন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অপরাধীদের গ্রেফতার করতে প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুলাই) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় চৌরাস্তার চারপাশ ব্লক করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারে কোনো কালক্ষেপণ করা যাবেনা। প্রশাসনকে ২৪ এর জুলাইয়ের কথা মনে করিয়ে দিতে চাই। শিক্ষার্থীদের উপর আঘাত আসলে আর কাউকেই ছাড় দেওয়া হবে না। আগামী ১২ ঘণ্টার মধ্যে দোষীরা আইনের আওতায় না আসলে নোয়াখালীর ডিসি ও এসপি অফিস ঘেরাও করা হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিজিই ১৩তম ব্যাচের শিক্ষার্থী সালাহউদ্দিন মহসিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চুড়ি পরে বসে থাকার জন্য রাষ্ট্র বেতন দেয় না। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ছাত্রজনতা বাকিটা দেখে নিবে। এর আগেও আমাদের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। তখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদেরকে দ্রুত এই সন্ত্রাসী হামলার বিচার করতে হবে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়াদুল জান্নাত মারিয়া হুশিয়ারি দিয়ে বলেন, এক জুলাইয়ে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আরেক জুলাইয়ে প্রয়োজনে আমরা এই সন্ত্রাসী-চাঁদাবাজদের পতন ঘটাবো। অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। অ্যাপ্লাইড ম্যাথ বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম বলেন, আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পিছনে আমি মনে করি নড়বড়ে প্রশাসন এবং একটার পর একটা ঘটনা ঘটলেও কোনো সুষ্ঠু বিচার না হওয়া দায়ী। আমি প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই যারা হামলা করেছে তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচারেরে আওতায় নিয়ে আসুন।
সর্বশেষ শিক্ষার্থীরা আগামী ১২ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে সড়কে অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত, নোবিপ্রবি শিক্ষার্থী অনিমেষ দেবনাথ এবং তাঁর দুই সহপাঠী শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের একে খান এলাকা থেকে বাঁধন প্লাস পরিবহনের একটি বাসে করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌর হাজীপুর এলাকায় পৌঁছালে বাসে পূর্ব থেকে অবস্থান করা তিনজন যাত্রীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে ভর্তি হয়।