Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে হত্যা মামলায় আওয়ামীপন্থী আইনজীবী নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২০:০২

আদালতে আব্দুল হক প্রামাণিক।

রংপুর: গণঅভ্যুত্থানের সময় তিন হত্যা ও এক হত্যাচেষ্টার মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে ব্যবসায়ী মেরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন মিলন, সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হোসেন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হক প্রামাণিক। এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন।

রোববার (১৩ জুলাই) বিচারক বিচারক মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি।

বিজ্ঞাপন

আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রোকনুজ্জামান রোকন।

সারাবাংলা/এসডব্লিউ

আওয়ামী লীগ আব্দুল হক প্রামাণিক