ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে।’
রোববার (১৩ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেয় জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। এসময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে জাপা মহাসচিব এসব কথা বলেন। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা জাতীয় পার্টিকে রক্ষা করবো। তৃণমূলের মতামতের ভিত্তিতেই চলবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি জেগে উঠেছে, আগামীদিনে জাতীয় পার্টি দেশ পরিচালনার দায়িত্ব পাবে।’
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখনো সময় হয়নি, প্রেসিডিয়ামে আলোচনা করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকা না থাকার উপরে নির্ভর করবে আমাদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত।’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। যেহেতু জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, তাই এই প্রক্রিয়াটি পূর্ণাঙ্গ বলা যায়না।’
তিনি আরও বলেন, ‘যেভাবে মব, সন্ত্রাস ও প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হচ্ছে তাতে মনে হচ্ছেনা সরকার নির্বাচনের ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। আমরা বিশ্বাস করি, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অন্তর্ভূক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা মনে করছি, সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না।’
প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যার বিষয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।