শরীয়তপুর: রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-শরীয়তপুর সড়কে চলাচলকারী শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত হওয়া সেই যুবদল নেতার বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) রাতে যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে শরীয়তপুর সুপার সার্ভিস কোম্পানির বাসমালিক ওয়ালি উল্লাহ খান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় যুবদলের বহিষ্কৃত নেতা মুশফিকুর রহমান ফাহিমসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
শরীয়তপুর সুপার সার্ভিস কোম্পানির বাস মালিকরা জানান, এককালীন ৫ কোটি বা মাসিক ১০ লাখ টাকা চাঁদার দাবিতে গত বুধবার থেকে কোনো বাস ঢাকার যাত্রাবাড়ীতে যেতে দিচ্ছিলেন না যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান সোহেল। এজন্য অন্তত ১০ টি বাস ভাঙচুর ও বাস শ্রমিকদের মারধর করেন সোহেলের লোকজন। এঘটনায় সোহেলকে গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এর আগে সকালে বাস মালিক ও শ্রমিক নেতারা সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেন। এ ঘটনার পর মুশফিকুর রহমান সোহেলকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মুশফিকুর রহমান ও তাঁর ২৫ জন সহযোগীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় শনিবার রাতে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তিনি একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন। ওই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। শরীয়তপুরের পরিবহনগুলোকে ঢাকায় চলাচল করতে আর কাউকে চাঁদা দিতে হচ্ছে না।
এ ব্যাপারে অভিযুক্ত মুশফিকুর রহমান সোহেলের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি ও শরীয়তপুর সুপার সার্ভিসের চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার বলেন, মুশফিকুর রহমানের লোকজন আমাদের গাড়ির প্রতিটি ট্রিপ থেকে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা নিত। আমরা তাঁর অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। তাঁর বিরুদ্ধে মামলা করার পর প্রশাসন তৎপর হয়েছে। এখন আর যাত্রাবাড়ীতে কোনো চাঁদা দিতে হচ্ছে না।
যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান বলেন, মুশফিকুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা এখন আর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে নেই। সেখান থেকে পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য যাত্রাবাড়ী থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।