Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ পরিবারের সদস্যরা পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই: তাজুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২০:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২০:৫৪

শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান ও শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

ঢাকা: শহিদ পরিবারের সদস্যরা পাশে দাঁড়ালে অনুপ্রেরণা পাই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট দিয়ে তিনি এ কথা লিখেন।

পোস্টে চিফ প্রসিকিউটর লিখেন, ‘শহিদ পরিবারের সদস্যরা যখন আমাদের পাশে এসে দাঁড়ান তখন আমাদের কঠিন দায়িত্ব পালনে অনেক বেশি শক্তি ও অনুপ্রেরণা পাই।’

ছবিতে ক্যাপশনও লিখে দেন তাজুল ইসলাম। তিনি লিখেন, ‘ছবিতে শহিদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ পরিবারের সদস্যারা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এসআর

অনুপ্রেরণা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শহিদ পরিবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর