Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন স্থগিত থাকলেও ‘নৌকা প্রতীক’ বাদ দেবে না ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২০:৫১ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২০:৫৭

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক তালিকায় বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। দল বিলুপ্ত ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়, প্রতীকের মালিক নির্বাচন কমিশন।

রোববার (১৩ জুলাই) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

প্রতীক ইসির সংরক্ষণে থাকে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দল বিলোপ ঘটলেও (ডিজল্ভ) তার প্রতীক নিয়ে প্রশ্ন উঠে না।

তিনি বলেন, “পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে এলটমেন্ট করবে। আমরা প্রতীক বাদ দিব না।”

নৌকা প্রতীকও ইসির প্রতীক তালিকা থেকে বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের অবস্থান আইনের অবস্থান। ফ্রিডম পার্টি বোধহয় এখন অস্তিত্ব নেই; কিন্তু প্রতীক থাকবে। প্রতীকের মালিক নির্বাচন কমিশন। আমরা এলট করি, দলটির নামে এলট হয়ে গেলে তা ব্যবহার করবে। পার্টি ডিজলভ যদি হয়, প্রতীক ডিজলভ হবে না। এটা লজিক্যাল।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে বিদ্যমান ও প্রস্তাবিত প্রতীক মিলিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। কিন্তু এনসিপি ও নাগরিক ঐক্যের চাওয়া শাপলা সেখানে রাখা হয়নি।

এদিকে, আগামীতে এনসিপি নিবন্ধিত হলে যেন শাপলাই বরাদ্দ পায়, সে বিষয়ে আজ রোববার আবার আবেদন জানিয়েছে দলটি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এনসিপি তাদের দাবি জানিয়ে গেছে, (শাপলা) এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।…শাপলা প্রতীক নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার এখনও টাইম হয় নি। দলের রেজিস্ট্রেশন হওয়ার পরে তখনকার বিষয়। এরমধ্যে কোনো কিছু করার নেই।’

সারাবাংলা/এনএল/এসএস

ইসি নিবন্ধন নৌকা প্রতীক স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর