Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্ল্যাট জালিয়াতি
টিউলিপের মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২১:১৭

টিউলিপ সিদ্দিক

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সম্প্রতি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খসরুজ্জামান নামে এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি তিন মাসের জন্য মামলাটি স্থগিতাদেশ দেওয়া হয়।

রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী এমএ আজিজ খান। টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলায় স্থগিতাদেশ প্রত্যাহারে আপিল করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

দুদকের এই আইনজীবী বলেন, ‘তদন্ত চলাকালীন স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে তদন্ত কাজটিই বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে আপিল করা হবে। যেন তদন্ত শেষে চার্জশিট হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আদালত।’

জানা গেছে, গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট নেবেন বলে অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় তার পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তের শেষ পর্যায়ে আইনজীবীর এক চিঠিতে মামলাটি স্থগিতের বিষয়ে জানতে পারে দুদক।

এতে বলা হয়, আসামি শাহ খসরুজ্জামানের রিটের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই মামলাটি তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশের কারণে টিউলিপের এ মামলার পুরো তদন্তকাজ বন্ধ রয়েছে।

সারাবাংলা/আরএম/এসআর

আপিল টিউলিপ দুদক ফ্ল্যাট জালিয়াতি মামলায় স্থগিতাদেশ