Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা পালিয়েছে, কিন্তু সিস্টেম রয়ে গেছে: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২১:৪৩

বরিশাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই, করে নাই। একটি দল মনে করে, শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চান, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার, সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের কথা বলতে গেলে থামিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্রের পাঁয়তারা করে লাভ হবে না। দেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে। আবারো রাজপথে নামতে প্রস্তুত রয়েছে।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন দ্রুত দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

এর আগে এনসিপির নেতারা বিকেল ৪টার দিকে ঝালকাঠিতে এসে প্রথমে নেছারাবাদ দরবার শরিফে যান। সেখানে তারা হজরত কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে কায়েদ সাহেবের ছেলে মাওলানা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর নেতাকর্মীরা শহরে পথযাত্রায় অংশ নেন। দলের কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। সমাবেশে হাজারো মানুষের সমাগম ঘটে।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

সারাবাংলা/এসএস

নাহিদ পালানো সিস্টেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর