সিলেট: সিলেটে চা দিতে দেরি হওয়ার জেরে রেস্টুরেন্টের কর্মচারী রুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামি আব্বাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আব্বাসের ছেলেরা এখন পলাতক রয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে নগরীর কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্বাস মিয়া নগরীর কাজিরবাজার তোপখানা এলাকার বাসিন্দা।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, হোটেল কর্মচারী রুমন খুনের ঘটনায় ৫ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রধান আসামি আব্বাসকে গ্রেফতার করেছে। জড়িত অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (১৩ জুলাই) সকালে সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী মো. দিনার আহমদ রুমন (২২) খুন হন। নিহত রুমন সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্বাস মিয়া সকালে নাস্তা কাজির বাজারে আসেন। পরটা-ভাজি খেয়ে তিন রুমনকে চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়ায় রুমনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের দিয়ে ডেকে আনেন। ছেলেরা এসে রেস্টুরেন্টে কর্মচারী রুমনকে জিজ্ঞাসা করলে রুমন তাদের সাথে তর্কাতর্কি করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে থাকেন। এ সময় তার ছোট ছেলে রোহান তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।