Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ জুলাই যুবদলের দেশব্যাপী বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২৩:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ফাইল ছবি

ঢাকা: সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১৭ জুলাই রাজধানী ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

রোববার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে শাহবাগ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

একই দিনে সারাদেশের জেলা ও মহানগরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন এই কর্মসূচির অনুমোদন দিয়েছেন এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে দেশব্যাপী চলমান অস্থিরতা, সরকারের ব্যর্থতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস

বিক্ষোভ যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর