ঢাকা: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রশাসনের নির্লিপ্ততা এবং দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৩ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।
এছাড়া একই দিন দেশের সব মহানগর ও জেলা শহরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করবে বলে জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।