সিডনিতে ‘অজি বাংলা সিস্টারহুড ফেস্ট ২০২৫’ এ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি নারীদের সবচেয়ে বড় মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মৃতিময় পুরানো দিন’ থিমের মধ্য দিয়ে এবার নতুন মাত্রা পেয়েছে।
শনিবার (৫ জুলাই) পুরানো দিনের গান, সাজ, নাটক, হাসি, কান্না আর এক বুক ভালোবাসা নিয়ে সিডনির মারানা অডিটোরিয়ামে অজি বাংলা সিস্টারহুডের এই ফেস্ট অনুষ্ঠিত হয়।
এবারের থিম ছিল ‘স্মৃতিময় পুরানো দিন’। সাজসজ্জা থেকে শুরু করে পারফরম্যান্স পর্যন্ত প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছিল ৮০-৯০ দশকের নস্টালজিয়া। অতিথিরাও সেই সময়ের পোশাকে নিজেকে সাজিয়ে ফিরে গিয়েছিলেন সেই সোনালি অতীতে।
অডিটোরিয়ামের প্রবেশদ্বারে ঢুকতেই মনে হচ্ছিল যেন ৯০ দশকের সময়ে পা রাখা। একদিকে ছিল ফেলে আসা সময়ের ঘরোয়া পরিবেশে সাজানো ফটোবুথ, যা তৈরি করেছেন কানিতা আহমেদ।
অন্যদিকে পুরানো গাড়ির ছায়ায় দাঁড়িয়ে ছবি তোলা যেত রিবন্স অ্যান্ড রোসেসের তৈরি আরেকটি ক্লাসিক বুথে। মনে হচ্ছিল, সময় থমকে গেছে।
এই মহোৎসবের আয়োজক ছিলেন অসি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ‘কেয়ার ফর হেয়ার’-এর কর্ণধার সাইদা রাজী, যিনি শুধু স্পন্সর হিসেবেই নন, বরং এক নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে পাশে ছিলেন প্রতিটি ধাপে। পুরো আয়োজনজুড়ে ছিল ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য পৃষ্ঠপোষকদের নিবেদিত প্রাণ সহযোগিতা।
মঞ্চের আলো যখন জ্বলে উঠল, তখন আবেগ আরও গভীর হলো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিটিভির সোনালি দিনের অনুষ্ঠানগুলোর আধুনিক পুনরায় উপস্থাপন। ছিল নৃত্য, সঙ্গীত, নাটিকা, নিউজ সেগমেন্ট, মীনা কার্টুন, ‘আজ রবিবার’-এর অংশ, শাবানার সিনেমার মুহূর্ত এবং ক্লাসিক বিজ্ঞাপন—যা দর্শকদের মাঝে এক অন্যরকম আবেগ ও আনন্দ ছড়িয়ে দেয়। মেহরুবা জেবিন ও নুদ্রাত লোহানির সাবলীল সঞ্চালনায় দর্শকরা যেন আবারো সেই পরিচিত হারানো ছেলেবেলায় ফিরে গেলেন। তবে এই উৎসব কেবল বিনোদনের জায়গা নয়। এটি একটি আত্মিক বন্ধনের প্ল্যাটফর্ম।
আয়োজক জান্নাত ফেরদৌস বলেন, এই প্ল্যাটফর্ম আমাদের জীবনের আবেগময় একটা অংশ। আমরা নারীরা এখানে সুখে, দুঃখে, আনন্দে, বিপদে- সব সময়ে একসাথে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।