রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘কব্জিকাটা গ্রুপ’-এর সহযোগী ‘আয়েশা গ্রুপ’-এর প্রধান আয়েশা ইয়ামিন ও তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করেছে র্যাব-২। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ‘কব্জিকাটা গ্রুপ’ এবং তাদের সহযোগী চক্র ‘আয়েশা গ্রুপ’ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এই চক্রের মূল হোতা আয়েশা ইয়ামিন ও তার সহযোগী ইউসুফকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার আগামীকাল সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন।