জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ বলে অভিহিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বিশ্লেষণের লিঙ্ক পোস্ট করে এ মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল লিখেছেন, “এই ফরেনসিক বিশ্লেষণে দুটো বিষয় স্পষ্ট হয়েছে—এক: পুলিশ আবু সাঈদকে টার্গেট করে প্রাণঘাতী অস্ত্র দিয়ে খুন করেছে; দুই: তাকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে কোনো দেরি করা হয়নি। তাকে এমনভাবে গুলি করা হয়েছিল যে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।”
তিনি আরও লিখেন, “এটা দেখে আমার আরেকটা জিনিস মনে হয়েছে—আবু সাঈদ জেনেশুনেই খুন হওয়ার ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছে। আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ!”
উল্লেখ্য, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। তার মৃত্যু ঘিরে দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। যার ফলে হাসিনা সরকারের পতন হয়।