Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ফিল্মি স্টাইলে খাদ্য কর্মকর্তাকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ০২:২৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:০১

খুলনায় ফিল্ম স্টাইলে খাদ্য কর্মকর্তাকে অপহরণ। ছবি : সংগৃহীত

খুলনা: খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য পরিদর্শককে ফিল্ম স্টাইলে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে। পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পাঁচ ব্যক্তি সুশান্তকে মারপিট করতে করতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নম্বর ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সন্ধ্যা ৭টার দিকে রেজা ও বাবু মন্ডল নামের দুই ব্যক্তি আরও তিনজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীর হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারতে মারতে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। এ ঘটনার পর থেকে আমার স্বামীর মোবাইল নম্বর বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর