Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ০৮:১৪

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে আজ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকালে রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২.২ মিলিমিটার।

বিজ্ঞাপন

গত রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, রাতের তাপমাত্রাও হালকা কমতে পারে।

তবে সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। কারণ উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে একদিকে যেমন স্বস্তি মিলবে তীব্র গরম থেকে, তেমনি কিছু এলাকায় জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর