Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের তালিকায় ঢাকার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ০৮:৩৭

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকার বাতাস আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার অবস্থান ৫৯তম, একিউআই স্কোর মাত্র ৫৪। যা আন্তর্জাতিক মানদণ্ডে ‘সহনীয়’ স্তরের মধ্যে পড়ে।

আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক আইকিউ-এয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান গত দিনের চেয়ে নিচে নেমে এসেছে। যা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

বাতাসের গুণমান সূচক অনুযায়ী, ৫০-এর নিচে স্কোর থাকলে তা ‘বিশুদ্ধ’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সহনীয়’। তবে ১০১-১৫০ হলে তা সংবেদনশীল মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ। আর ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন

আজকের শীর্ষ পাঁচটি দূষিত শহরের মধ্যে রয়েছে-

১. কিনশাসা, কঙ্গো – একিউআই ১৭৪
২. সান্তিয়াগো, চিলি – একিউআই ১৬৮
৩. হ্যানয়, ভিয়েতনাম – একিউআই ১৬৭
৪. কামপালা, উগান্ডা – একিউআই ১৬৩
৫. লাহোর, পাকিস্তান – একিউআই ১৫৩

পরিবেশবিদরা বলছেন, ঢাকার বাতাসে প্রধান দূষক উপাদান হলো ‘PM2.5’ নামের অতিক্ষুদ্র ধূলিকণা। যা ফুসফুসে প্রবেশ করে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগসহ হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে—

-বাইরে বের হলে মাস্ক পরা
-নির্মাণ এলাকায় ছাউনি স্থাপন
-ধুলো কমাতে নিয়মিত পানি ছিটানো
-পুরোনো যানবাহন নিয়ন্ত্রণে রাখা
-ইটভাটা ও কারখানায় কড়াকড়ি নজরদারি
-খোলা স্থানে বর্জ্য পোড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা

পরিবেশ সচেতনতা এবং কার্যকর পদক্ষেপের ফলে ঢাকার বায়ুমানে উন্নতি আশা জাগানিয়া। তবে পরিবেশবিদদের মতে, এই ধারা অব্যাহত রাখতে হলে সরকার, নাগরিক ও শিল্পমালিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকায় বায়ু দূষণ বায়ু দূষণ

বিজ্ঞাপন

শাকিব খানের ‘মিশন হলিউড’
১৪ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর