Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ০৮:৫১

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক শেষ হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।

শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়া বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতৈক্য হলেও অন্যান্য বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে।

এর ফলে দুই দফা আলোচনা করেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশে ট্রাম্পের নির্ধারণ করা ৩৫ শতাংশ শুল্কের সিদ্ধান্ত বহাল থাকবে। এ শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে, নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে।

খুব দ্রুতই পরবর্তী দফার আলোচনার সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত সময়ের মধ‍্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানোর আশা ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দেন।

তিনদিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

সারাবাংলা/এসডব্লিউ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর