Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা টেকসই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল ‘শেল্‌টেক্‌’

সারাবাংলা ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ০৯:০৬

সম্মাননা প্রদান অনুষ্ঠানে “সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি” পুরস্কার গ্রহণ।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড “সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি” ক্যাটাগরিতে “এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছে।

সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এর এই আয়োজনে বিভিন্ন খাতের ৩৫টি প্রতিষ্ঠান বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। শেল্‌টেক্‌ একমাত্র রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, যেটি এই ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার প্রতি অবদান এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও টেকসই নগর নির্মাণের প্রচেষ্টাকে ঘিরে এই স্বীকৃতি প্রদান করা হয়। এই সম্মাননা শেল্‌টেক্‌ -এর টেকসই নগর উন্নয়নে নেতৃত্ব এবং বাংলাদেশের এসডিজি ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল নির্মাণ ও কমিউনিটি-কেন্দ্রিক নকশার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে শেল্‌টেক্‌ ঢাকায় ৪ হাজার ১০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট হস্তান্তর করেছে। তাদের প্রতিটি প্রকল্পে সবুজ খোলা জায়গা, ছাদবাগান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সহজ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা হয়েছে। শেল্‌টেক্‌ এর প্রকল্পগুলো স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি এবং পরিবেশ রক্ষাকে উৎসাহিত করে।

সারাবাংলা/এসডব্লিউ

শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর