Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত খাদ্য কর্মকর্তা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১০:০৮

খুলনা: খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নম্বর ঘাটের ইনচার্জ হিসাবে কর্মরত আছেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে। থানায় এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

উদ্ধার খাদ্য কর্মকর্তা অপহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর