Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১০:১৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১১:৫৯

নিহত তিনজনের মরদেহ।

বান্দরবান: জেলার চিম্বুক এলাকার রাংলাই চেয়ারম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন-রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো এর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রো এর স্ত্রী রওলেং ম্রো (৩৫)

পু‌লিশ ও স্থানীয়র‌া জানায়, পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। ওখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের দুইজনসহ তিনজন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লেও বাকি দুইজনের লাশ এখ‌নো ঘটনাস্থ‌লেই আছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানায় তারা।

বিজ্ঞাপন

এ বিষ‌য়ে বান্দরবান চিম্বুক সড়‌কের ১২মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে তিনজন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন।

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার জানান, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে তিনজন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুইজনে‌র মরদেহ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিজ্ঞাপন

শাকিব খানের ‘মিশন হলিউড’
১৪ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর