Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল’ গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১১:৪৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’ এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৪ জুলাই) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার পাঁচজন হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )।

তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের রোববার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতাররা চাপাতিসহ বিভিন্ন ধারাল অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/ইআ

ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাং