Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১১:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জু বাড়ই।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জু বাড়ই নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হলের কর্মচারী ও সহপাঠীদের ধারণা, সঞ্জু লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হলটির নবনির্মিত রবীন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

জগন্নাথ হলের একাধিক কর্মচারী জানান, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টা বা ৬টার দিকে জগন্নাথ হলের ছাঁদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ডেভিড গাইন নামে হলটির এক শিক্ষার্থী বলেন, ঢাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী সঞ্জু বাড়ইয়ের অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত।

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা আগে সঞ্জয় তার ফেসবুকে লিখেছেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারুপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।”

সারাবাংলা/কেকে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর