Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে গভীর রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১২:১৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:৪৬

৭ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস।

বান্দরবান: বান্দরবান পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর করা হয়েছে। রোববার দিবাগত রাতে আর্মি পাড়ায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, শহীদ জিয়া অফিসের দরজা, টেবিল ও চেয়ার ভাঙা। অফিসের টেলিভিশনসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অফিসের সাইন বোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়।

এলাকার কয়েকজন জানান, এলাকায় আতংক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি নেতা কর্মীরা জানান, গত কয়েক সাপ্তাহ ধরে এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা, কয়েকজন আওয়ামী ব্যাবসায়ী সংগঠিত হওয়ার গুঞ্জন চলছিল। তার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শক করেছেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সারাবাংলা/ইআ

শহীদ জিয়া স্মৃতি সংসদ