ঢাকা: দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বাদশ দিনের বৈঠক চলছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বি়ভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।
দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে বড় ধরনের সংস্কার প্রস্তাব দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দ্বিতীয় দফার সংলাপের ১৩তম দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। কমিশনের সূত্রে জানা গেছে, উচ্চকক্ষ গঠনে দুটি বিকল্প প্রস্তাব রাখা হয়েছে—
- প্রত্যেক প্রশাসনিক জেলা ও সিটি করপোরেশন থেকে একজন করে প্রতিনিধি
- রাজনৈতিক দলগুলোর ভোটের সংখ্যানুপাতিক ভিত্তিতে ১০০ জন প্রার্থী মনোনয়ন
কমিশনের আগের সংলাপে ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছিল। নারী প্রতিনিধিত্বের বিষয়েও বেশিরভাগ দল সরাসরি ভোটে আস্থা রাখছে। তবে মতবিরোধ রয়েছে নির্বাচন পদ্ধতি ও আসন বণ্টনের কাঠামো নিয়ে।
এদিনের সংলাপে এই প্রস্তাবগুলো নিয়েই দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
সংলাপের শুরুতে সূচনা বক্তব্য দেবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আলোচনা শেষে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করার কথা রয়েছে।
উল্লেখ, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়।