Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১২:৫৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১২:৫৮

মৃত ব্যক্তির মরদেহ।

নরসিংদী: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।

সোমবার(১৪ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীর আল্লাহু চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরনে ছিল লাল কাপড়। ধারণা করা হচ্ছে, তিনি মাজারপন্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আল্লাহু চত্বর এলাকার রেললাইনের পাশে লাল কাপড় পরিহিত এক ব্যক্তিকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় নিশ্চিত করা যায়নি।
অসাবধানতাবসত রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকাগামী নরসিংদী কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হতে পারেন অজ্ঞাত ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

নরসিংদী রেলওয়ে স্টেশনের ইনচার্জ এমবিএম জহুরুল ইসলাম জানান, সকালে স্থানীয় একজনের মাধ্যমে জানতে পারি আল্লাহু চত্বর এলাকার রেললাইনের পাশে একজন পড়ে আছেন। পরে সেখান থেকে লাল কাপড় পরিহিত একজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে পরনের লাল কাপড় দেখে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি মাজারপন্থী ছিল। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রেনের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার!
১৪ জুলাই ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর