Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি আদায়ে শ্রমিকদের রাস্তা অবরোধ না করার আহবান বিজিএমইএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৪:৪৮

আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে বিজিএমইএ’র মতবিনিময় সভা – (ছবি: সংগৃহীত)

ঢাকা: স্থিতিশীল শ্রম পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে আইন-বহির্ভূত দাবি বা যে কোনো দাবি আদায়ের নামে কিংবা তুচ্ছ ঘটনার জেরে রাস্তা অবরোধ না করার জন্য পোশাক খাতের শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছে দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর উত্তরার বিজিএমইএ কার্যালয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন আহবান জানান সংগঠনের নেতারা। এ বিষয়ে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর সহযোগিতাও চাওয়া হয় সভায়।

সোমবার (১৪ জুলাই) বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে বলা হয়, পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম মসৃণভাবে পরিচালনার স্বার্থে সুষ্ঠু আইন-শৃঙ্খলা ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ খাতের সকল শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এরই অংশ হিসেবে আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠক করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিজিএমইএ ও আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলো কীভাবে একসাথে কাজ করে পোশাক শিল্পকে এগিয়ে নিতে পারে, দেশে ও বিদেশে শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং শ্রমিকদের আইনসঙ্গত সমস্যাগুলো সমাধান করতে পারে- তা নিয়ে আলোচনা হয়।

সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সংগঠনের বর্তমান বোর্ড কর্তৃক গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে শ্রমিক ফেডারেশনের নেতাদের অবহিত করেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে- গাজীপুর, আশুলিয়া ও সাভারে আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল স্থাপন, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং তাদের জন্য ফুড রেশনিং ব্যবস্থা চালু ইত্যাদি।

এছাড়া কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিজিএমইএ মিড লেভেল ম্যানেজমেন্টকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

সভায় এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ ও সহযোগিতা প্রদানের জন্য আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশনগুলোর প্রতি অনুরোধ জানানা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ’র এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে সভায় শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে সংগঠনগুলো শিগগিরই নিজ নিজ প্রস্তাবনা পাঠাবে।

কারখানার অভ্যন্তরে শ্রমিকদের ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির বিষয়ে শ্রমিক নেতারা একমত পোষণ করে বলেন, প্রশিক্ষণ প্রদানের পর এগুলো ফলো-আপ ও মনিটরিং করা জরুরি।

সভা শেষে পোশাক শিল্পে সুষ্ঠু ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে উভয়পক্ষ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম ও পরিচালক আসেফ কামাল পাশা, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (বিএনটিইউএফ) এর সভাপতি জেড এম কামরুল আনাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমীন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এর সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মীর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেটাল, কেমিক্যাল, গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশন এর সভাপতি শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন এর সভাপতি রুহুল আমীন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স এর সাধারণ সম্পাদক চায়না রহমান, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি নাজমা আক্তার, বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/আরএস

আইবিসিভুক্ত শ্রমিক ফেডারেশন বিজিএমইএ মতবিনিময় সভা

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার!
১৪ জুলাই ২০২৫ ১৬:৪৭

আরো

সম্পর্কিত খবর