Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীকে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৪:০২

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের সূচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “মনে রাখতে হবে, ১৪ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের প্রতি হওয়া অবমাননার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন। সেই সাহসিকতা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাই নারীদের সম্মান না দিলে, রাজনৈতিক ও রাষ্ট্রীয় অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।”

বিজ্ঞাপন

ড. রীয়াজ আরও বলেন, “রাজনীতি, সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় নারীর সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু আসন সংখ্যা নয়, তাদের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়েও সম্মানজনক অবস্থান থাকতে হবে।”

আজকের বৈঠকে নারীদের জন্য নির্ধারিত সংসদীয় আসন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি ও জামায়াতে ইসলামসহ মোট ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোট অংশ নেয়।

এ পর্যন্ত কমিশনের সঙ্গে ১২টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সাতটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আলোচিত বিষয়ে রয়েছে—

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন,
সংসদীয় কমিটির নেতৃত্বে বৈচিত্র্য,
নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ,
রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বিধান,
বিচার বিভাগে বিকেন্দ্রীকরণ,
উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ,
প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি ও
জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া।

ড. রীয়াজ আশা প্রকাশ করেন, আজকের বৈঠকে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে দলগুলো একটি গ্রহণযোগ্য ঐক্যমত্যে পৌঁছাবে।

সারাবাংলা/এফএন/ইআ

অধ্যাপক আলী রীয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর