Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঝড়ের আশঙ্কা ৬ জেলায়

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৪:০৬

বঙ্গোপসাগরে লঘুচাপ। ফাইল ছবি

ঢাকা: উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন দুপুরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এর ফলে বায়ুচাপের পার্থক্যের কারণে ওই এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

এ অবস্থায় সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ

বঙ্গোপসাগরে লঘুচাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর