Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৪:১০ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৪:১৪

ঢাকা: সরকারি খরচে তেহরান থেকে তৃতীয় দফায় ঢাকায় ফিরেছেন আরও ৩০ বাংলাদেশি নাগরিক। সোমবার (১৪ জুলাই) ভোরে তারা ঢাকায় পৌঁছেছেন। সব মিলে এ পর্যন্ত ৯০ জন দেশে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আজ ভোরে তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে প্রথম দফায় গত ১ জুলাই ২৮ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি রওয়ানা দেন। এদের মধ্যে ছিলেন বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা তেহরান থেকে সড়ক পথে বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। পরে করাচি-দুবাই হয়ে তারা ঢাকায় আসেন।

বিজ্ঞাপন

এরপর দ্বিতীয় দফায় গত ৮ জুলাই ঢাকায় আসেন আরো ৩২ বাংলাদেশি। সোমবার তৃতীয় দফায় ৩০ জন নাগরিকের দেশে ফেরার মধ্যে দিয়ে ইরান থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ইরান থেকে দেশে ফেরার জন্য ইতোমধ্যেই ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। তবে দুই দফায় ৬০ জন বাংলাদেশি ইতোমধ্যেই দেশে ফিরেছেন। আর তৃতীয় দফায় ফিরেছেন ৩০ জন। এ নিয়ে মোট ৯০ জন নাগরিককে ফিরিয়ে আনা হলো।

উল্লেখ্য, ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এরমধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি আছেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

সারাবাংলা/একে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর