ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, করহার কমানো, প্রণোদনার মতো ছোটখাট কিছু বিষয় নয়। শেয়ারবাজার ভাল করতে হলে সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে শেয়ারবাজারের গুনগত মান নিশ্চিত করতে এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। বর্তমানে দেশের জিডিপির তুলনায় শেয়ারবাজারে আকার খুবই ছোট। আগামীতে বিএনপি সরকার গঠন করলে শেয়ারবাজার ধারন করবে। এটির উন্নয়নে সামগ্রিক চেষ্টা অব্যাহত রাখবে।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর পুরান পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে শেয়ারবাজারে অতি নিয়ন্ত্রন স্থাপিত হয়েছিল। বিশেষ গোষ্ঠী নিজেদের সুবিধার্থে এটি কায়েম করেছিল। মূলত আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে এটি করা হয়েছিল। ভবিষ্যতে এই ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করা হবে। বাজারকে নিজের ওপর ছেড়ে দেওয়া হবে। গুণগত মানের দিকে নজর দেওয়া হবে।
বিস্তারিত আসছে…