Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৫ ১৪:৩৬

প্রতীকী ছবি

যশোর: যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর তেলপাম্পের অদূরে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-নিয়ন্ত্রণহীন ট্রাকের চালক সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিঘান গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে রাজু মিয়া এবং হেলপার একই উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে এরফান হোসেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, সকাল ৭টার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক। এ সময় সড়ক থেকে সিটকে গিয়ে নিয়ন্ত্রণহীন ট্রাকটি পাশের একটি স্থাপনায় আঘাত করলে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

কানাডার লিগে খেলবেন সাকিব
৩১ আগস্ট ২০২৫ ২২:২১

আরো

সম্পর্কিত খবর